মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অ্যাস পণ্ডের পাইপ ফেটে বিপত্তি, ছাই জলে ভাসল বিস্তীর্ণ এলাকা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক, মেজিয়া) : মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অ্যাস পণ্ডের পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি। পাইপ দিয়ে বিশাল পরিমান জল ও ছাই বের হওয়ায় পথ চলতি মানুষ জন পারাপারের সময় সমস্যায় প্টেন। জলে ভিজে তাদের পথ পার হতে হয়। হাঁসপাহাড়ী বাস স্টপেজ থেকে নেমে লটিয়াবনী যাওয়ার পথে প্রচুর মানুষকে আজ হয়রানির শিকার হতে হয়। রাধাকৃষ্ণপুর, লটিয়াবনী সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সমস্যায় ভোগেন এদিন সন্ধ্যে পর্যন্ত। তাপ বিদ্যুত কতৃপক্ষ সন্ধ্যে ছটার পর ফাটা পাইপ লাইন মেরামত করে। তবে মেজিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফাটা পাইপ দিয়ে ছাই জল ঢুকে যাওয়ায় গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]