এক লপ্তে করোনা আক্রান্ত ১২ জন,ছাতনায় লকডাউন উপেক্ষা ঠেকাতে পথে নামল পুলিশ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক লপ্তে ১২ জনের কোভিড পজেটিভ ধরা পড়ার পর পুরো ছাতনা ব্লক জুড়ে লকডাউন উপেক্ষা ঠেকাতে রাস্তায় নামল পুলিশ। খোদ পুলিশ সুপার কোটেশ্বর রাও নাকা চেকিংএ অংশ নেন এদিন। পাশাপাশি,বাঁকুড়া-ছাতনা সীমানায় যানবাহন ও আম জনতার গতিবিধি নিযন্ত্রণ করতে নেমে পড়ে পুলিশ। পুরো ছাতনা ব্লক জুড়ে অযথা মানুষ জনের রাস্তায় বের হওয়া এবং ভীড় ও জটলা ঠেকাতে জোর তৎপর শুরু করে দেয় জেলা পুলিশ।
প্রসঙ্গত, জেলায় ছাতনা ব্লকে এক লপ্তে ১২ জন ব্যক্তির কোভিড পজেটিভ ধরা পড়ার পর পুলিশ এলাকায় করোনা সতর্কতা বিধি লঙ্ঘন আটকাতে কোমর বেঁধে নেমে পড়ে। জানা গেছে, এই আক্রন্ত ব্যক্তিদের সিংহ ভাগ পরিযায়ী শ্রমিক। এরা মহারাষ্ট্র ও তামিলনাড়ু থেকে জেলায় ফিরেছিলেন। এদের মঙ্গলবার ভোর রাতেই জেলার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর মিলে দূর্গাপুরের একটি কোভিড হাসপাতালে ভর্তি করে বলে সূত্রের খবর। এর পর থেকেই পুরো ছাতনা ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে ২১ মে এদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয় বাঁকুড়া মেডিকেলের কোভিড ল্যাবে। এর পর ফল পজেটিভ মিলতেই প্রত্যেককে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকেই বাজার,দোকান,পথ,ঘাট একেবারে শুনশান হয়ে যায়।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]