পথ দূর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর, মেজিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।

Update: 2020-07-31 06:55 GMT

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে ব্যপক যানজটে বাঁকুড়া - রানীগঞ্জ যান চলাচল ব্যহত। পথ দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর প্রতিবাদে ও তাদের পরিবারেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতেই এই অবরোধ বিক্ষোভ স্থানীয়দের।

https://open.spotify.com/episode/4KkM761jEYWuapVuiiuXyy?si=ss0VZyxzSGaacyVYQHv6wQ

এই প্রতিবেদন টি শুনতে হলে ওপরের লিঙ্কটি ক্লিক করুন।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :

পথ দূর্ঘটনায় দুই মোটর বাইক আরোহীর মৃত্যুর প্রতিবাদে বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। যার জেরে যান চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। জানাগেছে, গতকাল গভীর রাতে মেজিয়ার বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য মোটর বাইক চড়ে দূর্লভপুর থেকে মেজিয়া ফিরছিলেন। সেই সময় তারাপুরের কাছে কোন অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে দুজনেই প্রাণ হারান। রাতেই মেজিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে বাঁকুড়া মেডিকেলের মর্গে পাঠায়। এদিকে, এই দূর্ঘটনার প্রতিবাদে ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে আজ সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View /wp:core-embed/youtube -->

Similar News