এসআইআরের ৭ নাম্বার ফর্ম জমা দিতে না পারায় ওন্দা বিডিও অফিসে ধর্ণা বিধায়কের,পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

রাজ্যের বিভিন্ন ব্লকে সাত নাম্বার ফর্ম জমা না নেওয়ার ঘটনার সম্মুখীন হচ্ছে বিজেপি।এখন দেখার, সারা রাজ্যের এমন ঘটনার জেরে শেষ অবধি রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয় কি না? তা নিয়ে রাজনৈতিক মহলেও এখন আলোচনা তুঙ্গে।

Update: 2026-01-15 14:31 GMT



বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজই ছিল এসআইআরের ৭ নাম্বার ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এদিন ওন্দা বিডিও অফিসে ফর্ম জমা দিতে এসে, তা জমা না নেওয়ার অভিযোগ তুলে, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ বিজেপি কর্মী, সমর্থক ও কার্যকর্তারা বিডিও অফিস চত্ত্বরে ধর্ণায় বসে পড়েন। এবং বিডিওর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অভিযোগ,বিজেপি ফর্ম জমা করতে এলে বিডিও অফিস ভেতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। অফিস চত্ত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।ধর্ণা হটতে এক পুলিশ আধিকারিক বিধায়ককে ধরে টানা- হ্যাঁচড়াও করেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষন ধর্ণা চলার পর বিডিও অফিস থেকে কোন সাড়া না মেলায়,ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এবং এই অবরোধের জেরে সাময়িক যান চলাচল ব্যহত হয়।

 স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, রাজ্যে রাজনৈতিক অরাজকতা চলছে। বিজেপিকে ঠেকাতে বিডিও অফিসে ভেতর থেকে চাবি দিয়ে দেওয়া হয়েছে। ৭ নাম্বার ফর্ম জমা দেওয়ার জন্য দীর্ঘক্ষন অপেক্ষা করলেও তা নেওয়া হয়নি। প্রতিবাদে ধর্ণায় বসলেও টনক নড়েনি বিডিওর। তাই, সারা রাজ্য ও দেশের কাছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজকতার চিত্রটা তুলে ধরতে রাজপথে নেমে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তিনি আরও বলেন, উচ্চ নেতৃত্বের নজরে বিষয়টি আনা হয়েছে। এবার রাজ্য বিজেপি থেকে যে ভাবে নির্দেশ আসবে সেই মতো আন্দোলন চলবে। প্রসঙ্গত,শুধু বাঁকুড়ার বিভিন্ন ব্লকই নয়, সারা রাজ্য জুড়েই এমন অভিযোগ উঠছে! এর আগেই গতকাল দলীয় জেলা অফিসে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই ফর্ম -৭ নিয়ে সরব হয়েছিলেন। 

খাতড়ার আটকে রাখা প্রায় হাজার তিনেক ৭ নাম্বার ফর্ম বিজেপি আজ জমা না দিতে পারলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন সুভাষ বাবু। এদিকে, আজ খাতড়ার পাশাপাশি, রাজ্যের বিভিন্ন ব্লকে সাত নাম্বার ফর্ম জমা না নেওয়ার ঘটনার সম্মুখীন হচ্ছে বিজেপি।এখন দেখার, সারা রাজ্যের এমন ঘটনার জেরে শেষ অবধি রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয় কি না? তা নিয়ে রাজনৈতিক মহলেও এখন আলোচনা তুঙ্গে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News