ওন্দায় বিজেপি শক্তি প্রমুখের দোকানে হামলা ও বাড়িতে আগুন,তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে নাকাইজুড়ি পুলিশ পোস্টে বিক্ষোভ বিজেপির।
বিজেপি বিধায়ক অমরনাথ শাখার অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা তাপস বারিক ও তাঁর পরিবারকে জ্বলন্ত জ্বালিয়ে প্রাণে মেরে ফেলতেই এই পরিকল্পনা করেছিল। তিনি সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিদের যেন পুলিশ গ্রেপ্তার করে, সেই দাবি তুলেছেন।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার ওন্দা (Onda) বিধানসভা কেন্দ্রের নাকাইজুড়ি এলাকার নন্দনপুর গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বিজেপির স্থানীয় নেতা ও শক্তি প্রমুখ এবং সোস্যাল মিডিয়া কো - কনভেনার তাপস বারিকের দোকানে হামলা বড়িতে লুটপাট ও আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ, গতকাল গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা প্রথমে তাপস বারিকের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাড়ির একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।এই ঘটনার প্রতিবাদে আজ ওন্দা (Onda) বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকেরা নাকাইজুড়ি পুলিশ পোস্টের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আক্রান্ত পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি তুলে সরব হন। স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে,গতকাল এলাকায় বিজেপির কর্মী সম্মেলন সেরে গভীর রাতে নিজের বাড়িতে ফেরেন তাপস বাবু। অভিযোগ বিজেপির ওই নেতাকে চোখে চোখে রেখেছিল দুস্কৃতিরা। তাপস বারিক বাড়িতে ঢুকতেই গ্রামেই থাকা তাঁর ওষুধের দোকানে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট চালায় পরে তাপস বারিকের বাড়িতেও হানা দেয় দুস্কৃতিরা। বাড়ির বাইরের দরজার শিকল তুলে তারা পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে কোনোক্রমে গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণে বাঁচেন তাপস বারিক ও তাঁর পরিবার। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা-
তাপস বারিক ও তাঁর পরিবারকে জ্বলন্ত জ্বালিয়ে প্রাণে মেরে ফেলতেই এই পরিকল্পনা করেছিল। তিনি সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিদের যেন পুলিশ গ্রেপ্তার করে, সেই দাবি তুলেছেন। এবং অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বিজেপি আরও বড়ো আন্দোলনে নামবেন বলেও হুমকি দেন অমরনাথ বাবু।বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, এলাকায় বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক সন্ত্রাস চলছে, অথচ পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দমকল দ্রুত গ্রামে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিক,তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবী করা হয়েছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇