অভিষেকের নির্দেশে এসআইআর পর্যালোচনায় বাঁকুড়ায় মানস ভুঁইয়া,কাল থেকে ব্লকে,ব্লকে চষে বেড়াবেন তিনি।

মানস ভুঁইয়া পুরুলিয়া ও বাঁকুড়া এই দুই জেলার দায়িত্বে আছেন পুরুলিয়া জেলায় কাজ সেরে আজ শুক্রবার বাঁকুড়া এসে পৌঁছান তিনি। জেলা তৃণমূল ভবনে বৈঠক করেন। আগামীকাল শনিবার থেকে তিনি বাঁকুড়ায় ব্লকে,ব্লকে চষে বেড়াবেন।

Update: 2025-11-28 14:47 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)প্রক্রিয়ার পর্যালোচনা এবং জেলায়,জেলায় ওয়ার রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের ভোটের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের জেলা ভিত্তিক দায়িত্ব বন্ঠন করে দিয়েছেন। সেই মতো শুক্রবার বাঁকুড়া জেলায় এসে পড়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি পুরুলিয়া ও বাঁকুড়া এই দুই জেলার দায়িত্বে আছেন। পুরুলিয়া জেলায় কাজ সেরে আজ শুক্রবার বাঁকুড়া এসে পৌঁছান। জেলা তৃণমূল ভবনে বৈঠক করেন। মানস বাবু জানান আগামীকাল শনিবার থেকে তিনি জেলার বিভিন্ন বিধানসভায় ব্লকে,ব্লকে চষে বেড়াবেন। এবং বাঁকুড়া জেলায় দিন দুই থেকে ফের পুরুলিয়া জেলায় যাবেন।

প্রসঙ্গত,বিজেপি প্রভাবিত রাঢ় বাংলার দুই জেলা পুরুলিয়া এবং বাঁকুড়ার ওয়ার–রুম মনিটরিং করার দায়িত্ব বর্তেছে প্রবীণ মন্ত্রী মানস ভুঁইয়ার ওপর। এই প্রবীণ নেতার দাবি,রোজ সকাল ১০ টা থেকে বেরিয়ে পড়ছি। সব ব্লকে সমান কাজ হয়নি এটাও ঠিক। কিছু কিছু ব্লকে এখনও গ্যাপ রয়ে গেছে।তা যত তাড়াতাড়ি পূরণ করা যায় তার জন্য বিএলএ–১, বিএলএ–২, সাংগঠনিক নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য থেকে বিধায়কদের সঙ্গে বৈঠক সারছি। পুরুলিয়া জেলায় বৃহস্পতিবারে পারা, মানবাজার, হুড়া, নিতুড়িয়া,পুরুলিয়া টাউন প্রভৃতি জায়গায় ওয়ার–রুমে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছি। এবার বাঁকুড়ার পালা। কাল থেকেই তিনি পরিদর্শনে বের হচ্ছেন। এদিকে,মানস বাবুর এই জেলা সফর ঘিরে জেলা তৃণমূল নেতাদের প্রস্তুতি তুঙ্গে৷

এসআইআরকে পাখির চোখ করে আগামী বিধানসভা ভোটের বৈতরণি পার হতে তৃণমূল সারা রাজ্য জুড়ে কোমর বেঁধে নেমে পড়েছে,তার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেলা ভিত্তিক কর্মসুচি, এমনটাই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।



Tags:    

Similar News