বড়জোড়ার চান্দাইয়ে তৃণমূল -বিজেপি সংঘর্ষ, পুড়ল মোটর বাইক,দোকানে ভাঙচুর,আহত ৫,এলাকায় পুলিশি টহল।

Update: 2020-01-16 13:08 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্থানীয় একটি হাই মাদ্রাসার পরিচালন কমিটির আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর রেশ কাটতে না কাটতেই ফের আজ দুপুর থেকে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে উত্তাল হল বড়জোড়ার চান্দাই গ্রাম। দফায়, দফায় বিজেপির বড়জোড়া ও চান্দাইয়ে পথ অবরোধ,পাশাপাশি দুই রাজনৈতিক দলের সংঘর্ষে জড়িয়ে জেরে চলল গ্রামে দোকান ভাঙ্গচুর,জ্বালিয়ে দেওয়া হল একটি মোটর বাইক।

এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছোঁড়া এবং দুই পক্ষের বাদানুবাদে বেশ কয়েক ঘন্টা গ্রামে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশ সুত্রে জানানো হয়েছে এখনও কোন পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে, আইন শৃঙখলা নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশি টহল চলছে। পাশাপাশি, গ্রামে র‍য়েছে পুলিশ পিকেটও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবী করা হয়েছে তাদের তিন সমর্থক মার খেয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে এক জন কে বাঁকুড়া মেডিকেলে পাঠানো হয়েছে। আর দুই জনের বড়জোড়ায় চিকিৎসা চলছে। অন্যদিকে বিজেপির এক বুথ সভাপতিকে তৃণমূল মেরে গুরুতর জখম করে দিয়েছে বলে জানিয়েছে বিজেপি। তার বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পাশাপাশি এক পুলিশ কর্মীও সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও গ্রামে রয়েছে চাপা উত্তেজনা। দুই রাজনৈতিক দল এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাতে এগিয়ে আসুক এমনটাই চাইছেন গ্রামের আম জনতা। এখন দেখার শেষ পর্যন্ত গ্রামে এই রাজনৈতিক বিবাদের কালো মেঘ কাটে কি না?

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Similar News