বিষ্ণুপুর পুরসভার কর্মীদের স্টেশন লিভে নিষেধাজ্ঞা,ধৃত প্রাক্তন ওভারসিয়ার ও শ্যাম বাবুকে সাথে নিয়ে পুরসভায় তদন্ত পুলিশের।

Update: 2021-08-25 18:45 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: বিষ্ণুপুর পুরসভার ১০ কোটি টাকা তছরুপ কান্ডের তদন্তের স্বার্থে এবার পুলিশ পুর সভার কর্মীদের স্টেশন লিভে নিষেধাজ্ঞা জারি করল।এবং তা কার্য্যকর করতে পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েও দেয় জেলা পুলিশ।তবে,একমাত্র আপদকালীন প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে অন্যত্র যেতে পারবেন কর্মীরা।


এদিকে এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছিল পুরসভার প্রক্তন ওভারসীয়ার দিলীপ গরাইকে। তাকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ফেপাজতে পেয়েই পুলিশ বুধবার বিকেলে এই ধৃত দিলীপ গরাই ও তছরুপ কান্ডের মুল অভিযুক্ত শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়েরকে সাথে নিয়ে বিষ্ণুপুর পুরসভায় হানা দেয়।

 এবং বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি, কি ভাবে এই তছরুপ করেছেন অভিযুক্তরা? সেই পদ্ধতি চিহ্নিত করতেও এদিন তদন্ত চালায় পুলিশ। বিকেলে কড়া নিরাপত্তায় এই দুই অভিযুক্তকে বিষ্ণুপুর পুরসভায় আনা হয়।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News