পুর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়ায় বদলি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের,নতুন এসপি হচ্ছেন সৌম্যদীপ ভট্টাচার্য,এসপি হিসেবে আসছেন নিখিল আগরওয়াল।

পুর্ব মেদিনীপুর জেলা থেকে বাঁকুড়ার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে সৌম্যদীপ ভট্টাচার্যকে।বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী বদলি হলেন পুরুলিয়া জেলায়।

Update: 2025-11-27 16:52 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পুর্ব মেদিনীপুর জেলা থেকে বাঁকুড়ায় বদলি হয়ে আসছেন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। একই জেলা থেকে এভাবে বদলি হয়ে একই জেলায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের পদে স্থলাভিষিক্ত হওয়ার ঘটনার নজীর এই প্রথম বলে, রাজ্যের পুলিশ মহলেও জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পুর্ব মেদিনীপুর জেলা থেকে বাঁকুড়ার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে সৌম্যদীপ ভট্টাচার্যকে। যদিও পুর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে এখনও কোন আইপিএসকে স্থলাভিষিক্ত করা হয় নি। পুর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদটি যথারিতি ফাঁকা রয়েছে। এদিকে,বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী বদলি হয়েছেন বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ায়।

বাঁকুড়ার অ্যাডিশনাল এসপি (অপারেশন) মাকসুদ হাসানকে মালদার অ্যাডিশনাল এসপি করা হচ্ছে। আর বাঁকুড়ায় তার জায়গায় আসছেন পুর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নিখিল আগরওয়াল। প্রসঙ্গত রাজ্য পুলিশের ১৭৫ জন ইন্সপেক্টর পদে রদবদলের রেশ কাটতে না কাটতেই এবার পুলিশ সুপার পদে ব্যাপক রদবদল করা হল। একদিকে SIR আবহ, অন্যদিকে দুয়ারে বিধানসভা ভোট। তাই রাজ্যের ১০টি জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলির এই নির্দেশ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলেও আলোড়ন তুঙ্গে। বৃহস্পতিবার এই রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।যদিও এটিকে রুটিন বদলি বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।

সারা রাজ্যে পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার পদেও রদ বদল  করা হয়েছে। বাঁকুড়া জেলার বিদায়ী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার জেলায় সাফল্যের সাথে কাজ করেছেন। তাদের প্রতি বাঁকুড়া২৪x৭ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি,জেলার নতুন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে স্বগত জানানো হচ্ছে সারা জেলাবাসীর পক্ষ থেকে।



Tags:    

Similar News