প্রায় আট মাসের বেতন বকেয়া,বাঁকুড়া পিএইচই দপ্তরে বিক্ষোভ।

যে এনজিওর বিরুদ্ধে অভিযোগ, সেই কর্ণজোড়া অগ্নিবীণা সেবা সমিতির সম্পাদক মেহেবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সরকারের কাছে, প্রায় ১৩ মাসের টাকা বকেয়া থাকায়,তারা বেতন মেটাতে অপারগ। বকেয়া টাকা যেমন,যেমন মিলবে সেই মতো কর্মীদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাসও দেন তিনি।

Update: 2026-01-09 13:59 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জলজীবন মিশনের ISA (implementation supporting Agency) অর্থাৎ এনজিও নিযুক্ত কর্মীদের প্রায়ব ৮ মাসের বেতন বকেয়া।বাঁকুড়া জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরে বিক্ষোভ৷ প্রায় ১৮০ জনের মতো কর্মীর ৮ মাসের বেশী সময় ধরে বেতন বকেয়া। এদিন দুপুরে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা দপ্তরে জমায়েত হয়ে একযোগে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, জলজীবন মিশনের দায়িত্ব প্রাপ্ত এনজিও কর্ণজোড়া অগ্নিবীণা সেবা সমিতির পক্ষ থেকে যারা বিপিএম,বিসিএম এবং বিএলএস পদে নিযুক্ত রয়েছেন এবং নিয়মিত কাজ করে চলেছেন,তারা প্রায় ৮ মাসের বেশী সময় ধরে বেতন পাননি। পুজোর সময় বোনাস তো মেলেই নি! উলটে দেড় হাজার টাকা করে কেটে নেওয়া হয়। অভিযোগ, টিএ'র টাকাও দেওয়া হয় না।

 গত ২০২২ সালের জুলাই মাস থেকে এই এনজিও বাঁকুড়া জেলায় নিযুক্ত প্রায় ১৮০ জন কর্মীকে নিয়মিত বেতন দেয় নাই। এমনকি সরকারি হারে প্রাপ্য টাকা থেকে কম টাকায় বেতন দেওয়া হয়। তাও আবার অনিয়মিত। বর্তমানে প্রায় ৮ মাসের বেশী সময় ধরে বেতন বকেয়ে রয়েছে। তারই প্রতিবাদে দপ্তরে বিক্ষোভ প্রদর্শন এর পাশাপাশি, তারা একটি স্মারকলিপি জেলাশাসকের অফিসে জমা দেন এদিন।বকেয়া বেতন না মেটালে আরো বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি, তারা,একই সাথে কাজ বন্ধ রাখারও হুমকি দিয়েছেন।এদিকে,যে এনজিওর বিরুদ্ধে অভিযোগ, সেই কর্ণজোড়া অগ্নিবীণা সেবা সমিতির সম্পাদক মেহেবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান:

সরকারের কাছে, প্রায় ১৩ মাসের টাকা বকেয়া থাকায়,তারা বেতন মেটাতে অপারগ। বকেয়া টাকা যেমন,যেমন মিলবে সেই মতো কর্মীদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাসও দেন তিনি। প্রসঙ্গত,একযোগে জেলার প্রায় ১৮০ জন কর্মী কর্মবিরতিতে সামিল হলে জেলা জুড়ে জল জীবন মিশনের কাজ যে শিকেয় উঠবে তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News