পুনর্নির্মাণেই মিলবে সব উত্তর! শ্যামপুর খুনের তদন্তে নয়া মোড়।

জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Update: 2026-01-03 04:57 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :  বিবাহবিচ্ছিন্না মেয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়ে ছিল। একটি ঘর দখল করে থাকাত সে। আর তা নিয়েই বাবার সাথে মেয়ের প্রায়ই লেগে থাকত ঝগড়া! অবশেষে, বচসার জেরে ইঁট দিয়ে থেঁতলে মেয়েকে মেরেই ফেলল বাবা। নিজের অপরাধ ঢাকতে মেয়ের মৃতদেহ বস্তাবন্দি করে গ্রামের পাশের জঙ্গলে কুয়োর মধ্যে ফেলে দিয়ে, মেয়ের নামে নিখোঁজ ডাইরিও করে বাবা।আর সেই নিখোঁজ ডাইরির তদন্তে নেমেই পুরো খুনের ঘটনার পর্দাফাঁস করে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামে।ঘটনার প্রায় ১৭ দিন পর ৩১ শে ডিসেম্বর শ্যামপুরের পাশ্ববর্তী ওন্দা থানা এলাকার দিগশুলির জঙ্গলে একটি কুয়ো থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এবং এই মৃতদেহ ঈশান মালের ২২ বছরের মেয়ে ভবানী মালের বলে চিহ্নিত করে পুলিশ।

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েই স্থানীয়রা কুয়োয় বস্তা ভাসার ঘটনা টের পান। সাথে এলাকায় দুর্গন্ধও ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে এই খুনের ঘটনার কিনারা করে। এবং ভবানীর বাবা ঈশানকে গ্রেপ্তার করে শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তোলে। আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমে মেয়েকে ইঁটদিয়ে মেরে ফেলার কথা স্বীকারও করে ঈশান।স্থানীয় সুত্রে জানা, গেছে,শ্যামপুর গ্রামের ভবানী মালের বিয়ে হয়েছিল বছর দু'য়েক আগে। কিন্তু স্বামীর সংসারে বনিবনা না হওয়ায় বিয়ের মাস তিনেকের মধ্যেই বাপের বাড়িতে চলে আসেন ওই তরুণী। সেখানে একটি ঘর দখল করে বসবাস করতে থাকেন পেশায় পরিচারিকা ভবানী দেবী। আর অন্য একটি ছোট ঘরে ভবানীর সৎ মা তার বাবা ঈশান মাল ও সৎ ভাই বোনেরা থাকত।

ছোট ঘরে থাকার সমস্যা হওয়ায় ঈশান বহুবার মেয়েকে বলেছিলেন ঘরটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ঘর না ছাড়ায় শেষে বাবার হাতেই প্রাণ গেল মেয়ের৷ আদালত, ধৃত ঈশানকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান,এই ঘটনায় মৃত মহিলার বাবাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে।এবং ঘটনার তদন্ত চলছে। এই চাঞ্চল্যকর খুনের ঘটনার তদন্তে পুলিশ পুরো অপরাধের পুননির্মান করে তদন্তের কাজ দ্রুত এগোতে চাইছে। এমনকি এই সাত দিনের পুলিশ হেফাজতে থাকা কালীনই পুলিশ ঈশানকে খুনের ঘটনার পুননির্মান করারে পারে বলে সুত্রের খবর।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News