বুধবার সকাল থেকেই জেলায় চলবে বেসরকারি বাস,ভাড়া সামান্য বেড়ে হচ্ছে কিমি প্রতি ১ টাকা।

Update: 2021-07-06 17:56 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অবশেষে বুধবার সকাল থেকে জেলায় গড়াবে বেসরকারি বাসের চাকা। তবে এর জন্য সামান্য বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। জ্বলানী তেলের উর্ধমূখী দাম তার ওপর আর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলে লোকসানের বহর বাড়ছে মাত্রা ছাড়া।তাই বাস মালিক ও বাস শ্রমিক সংগঠন গুলি সিদ্ধান্ত নেয় যে সামান্য ভাড়া বাড়িয়ে লোকসান কমিয়ে বুধবার থেকে পথে নামবে বেসরকারি বাস। সেই মতো সামান্য বাস ভাড়া বাড়ানো হয়েছে। সোজা কথায় এই ভাড়ার স্ল্যাব কিমি প্রতি যাত্রী পিছু এক টাকা করে ধরা হবে। পাশাপাশি, নুন্যতম ভাড়া বেড়ে হচ্ছে ১০ টাকা। নতুন বর্ধিত ভাড়ায় ১০০ কিমি যাত্র পথের জন্য ভাড়া মেটাতে হবে ১০৫ টাকা।

 বাস মালিক সংগঠনের পক্ষে বাদল বিশ্বাস জানান,বুধবার থেকে জেলার সিংহভাগ রুটে বাস চলবে। তবে দীর্ঘ দিন বাস চলাচল বন্ধ থাকায় কিছু বাসের যান্ত্রিক সমস্যা রয়েছে। সেই বাসগুলি সারাই করতে সময় লাগবে। তাই পুরো পরিষেবা স্বাভাবিক করতে কয়েকটা দিন লাগবে বলে মনে করা হচ্ছে৷ এদিকে রাজ্য সরকার বাস চলাচলের অনুমতি দিলেও এতদিন জেলায় বেসরকারি বাস পথে নামেনি। তবে সরকারি বাস চলেছে নিয়মিত৷ ফলে সরকারি বাসে যাত্রীদের ভীড়ও বাড়ছিল। শেষ অবধি বেসরকারি বাস চলাচল শুরু হওয়ায় বুধবার থেকে বাঁকুড়া জেলায় যাত্রী পরিবহনে গতি আসবে তা,বলাই বাহুল্য।

,👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News