সুভাষ সরকারকে শশী পাঁজার টুইট আক্রমণ, বাঁকুড়া এসে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

Update: 2021-07-21 02:03 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শিশু পাচার চক্রের সাথে যুক্ত নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়ার সাথে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের ছবি পোস্ট করে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজার টুইটারে খোঁচা দেওয়ার ঘটনায় এবার বাঁকুড়ায় এসে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন সুভাষ সরকারকে অপমান করার অর্থ বাঁকুড়াকে আপমান করা। আসলে বাঁকুড়া তথা জঙ্গলমহল থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তা কলকাতার দু - চারজনের কাছে অসহ্য লাগছে। পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্য গুলিতে ২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভা এবং ভিন রাজ্যে বিস্তারের প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষও করেন। তিনি বলেন, তৃণমূলের ক্ষেত্রে এটা- আসলে "গরুর গাড়ীর হেড লাইট "।

 এবং পুলিশ সুপারকে হুমকীর অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কাজই মামলা করা। আর এই দলদাস পুলিশের মিথ্যে মামলায় তিনি ভয় পান না। এদিন,সন্ধ্যেতে বাঁকুড়া শহরের লালবাজারে কিছুক্ষণ কাটান শুভেন্দু অধিকারী। জেলার বিজেপি কর্মী, সমর্থক ও নেতাদের সাথে কথাও বলেন। তাকে কাছে পেয়ে জয় শ্রী রাম ধ্বনি দিলে তিনিও গলা মেলান।

#দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News