পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা,বাঁকুড়া - ঝাড়গ্রাম ৯ নাম্বার রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের।

যাত্রী বোঝাই বেসরকারি বাসটি পাঁচমুড়ার থেকে বাঁকুড়া শহরের দিকে আসছিল এবং ইঞ্জিন ভ্যান চালক সিমেন্ট নিয়ে উল্টো দিক থেকে আসছিল।সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।;

Update: 2025-05-12 11:28 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পথ দুর্ঘটনার জেরে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ধলডাঙ্গা লাগোয়া গোড়াবাড়ি গ্রামের কাছে একটি যাত্রীবাহী বেসরকারি বাস এক ইঞ্জিন ভ্যান চালককে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি পাঁচমুড়ার থেকে বাঁকুড়া শহরের দিকে আসছিল এবং ইঞ্জিন ভ্যান চালক সিমেন্ট নিয়ে উল্টো দিক থেকে আসছিল।সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর ভাবে আহত হন ইঞ্জিন ভ্যান চালক রামাপদ বাউরী। তিনি গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা। আহত ওই ভ্যান চালক বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন।বিক্ষোভের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যহত হয়ে পড়ে।অবরোধকারীদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজের কাজ চলায়  পুলিশ একটি চেকিং পয়েন্ট চালু করেছে একানে। যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। এমনকি  রাজ্য সড়কে গাড়ি আটকে পুলিশের টাকা আদায়ের বিরুদ্ধেও সোচ্চার হন তারা, এবং অভিযোগ  তোলেন, যানবাহন আটকে পুলিশ প্রকাশ্যে টাকা তুলছে। আর সারি,সারি গাড়ি আটকে রাখছে। তার ফলে, রাস্তা অবরুদ্ধ হওয়ার দুর্ঘটনা ঘটছে।গ্রামবাসীদের দাবি, দ্রুত এই জায়গা থেকে পুলিশের চেক পয়েন্ট সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে,নাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামের মানুষ তা  স্পষ্ট জানিয়ে দেন। 

 এদিকে,হাসতাল সুত্রে জানা গেছে আহত ভ্যন চালকের অবস্থা স্থিতিশীল। 

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News