মাকুড়গ্রামে এসবিআইয়ের এটিএমে লুঠের চেষ্টা ঠেকালেন গ্রামবাসীরা,বেধড়ক গণধোলাই দিয়ে ৩ দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেন তারা।

পুলিশ দুষ্কৃতিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের ব্যবহৃত গাড়িটি আটক করা হয়েছে। এবং গাড়ির মালিকের সুত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই দুষ্কৃতি দলটি এর আগেও এই ধরনের এটিএম ভাঙ্গার কাজে যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।;

Update: 2025-08-07 16:55 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম বাঁকুড়া - দুর্গাপুর রাজ্য সড়কের মাকুড়গ্রামে এসবিআইয়ের এটিম ভেঙ্গে লুঠের চেষ্টা চালায় দুষ্কৃতি দল। ঝাড়খন্ডের নাম্বার প্লেট লাগানো একটি আর্টিগা গাড়ি চড়ে আসে জনা চারের এই দলটি। গাড়ি থেকে নেমেই তারা এটিএমের প্রবেশ দ্বারের সিসিটিভির ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। এবং এটিএমের ভেতরে ঢুকে তারা শার্টার বন্ধ করে দেয়। এই ঘটনা স্থানীয় কয়েকজনের নজরে পড়ে।তারা দেখেন বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও কেও বাইরে বের হচ্ছে না,তখন তারা এটিএমের কাছে গেলে ভাঙ্গাভাঙ্গির শব্দ পান।এরপর,তারা ভেতরে ঢুকে দেখেন সব কটি সিসিটিভির ক্যামেরার লেন্স কালো টেপে দিয়ে ঢেকে ফেলা হয়েছে।এবং তারা এটিএম ভাঙার চেষ্টা চালাচ্ছে।এরপর স্থানীয় লোকেরা তাদের ঘিরে ফেলে। এবং বেধড়ক পিটুনি চলতে থাকে।

 তারই ফাঁকে চার জনের মধ্যে এক দুষ্কৃতি গা ঢাকা দেয়।তবে, বাকি তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেধড়ক গণ পিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুষ্কৃতিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের ব্যবহৃত গাড়িটি আটক করা হয়েছে। এবং গাড়ির মালিকের সুত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই দুষ্কৃতি দলটি এর আগেও এই ধরনের এটিএম ভাঙ্গার কাজে যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News