বাঁকুড়ার শুভেন্দুর বানানো মাল্টি ফুয়েল বাইক রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আভিনব মাল্টি ফুয়েল মোটর বাইক বানিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বাসিন্দা শুভেন্দু কুচল্যান।কলকাতার টালিগঞ্জে আই,টি,আই প্রাঙ্গণে অনুষ্ঠিত রাজ্যের টেকনোলজি এডুকেশন দপ্তরের উদ্যোগে রাজ্যের সব ক'টি আই,টি,আই কলেজের ছাত্রদের নিয়ে উৎকর্ষ বাংলার ব্যানারে এই মডেল প্রতিযোগিতায় বেস্ট টেকনোলজির শিরোপা মেলে এই আভিনব মাল্টি ফুয়েল মোটর বাইকের।
বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় বাবার সাইকেল সারাইয়ের দোকানে বসে ছোটো থেকেই কারিগরি দিকে মন টানত শুভেন্দুর।খেলার ছলে বানিয়ে ফেলত এটা,ওটা।বড় হয়েও সেই আভ্যাস কিন্তু ছাড়তে পারেনি সে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের কলা বিদ্যায় স্নাতক ডিগ্রীর পর নুতন কিছু করার ঝোঁক চাপে তার মাথায়।এর পরই শুরু হয় এই বাইক বানানোর কাজ।
এই আভিনব বাইক বানাতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এই বাইক বানানোর পর পুরুলিয়ার সরকারী আই,টি,আই কলেজ তাকে পড়ার সুযোগ করে দেয়।এই কলেজের প্রতিনিধি হিসেবেই প্রতিযোগিতায় আংশ নেয় শুভেন্দু।
#দেখুন 🎦ভিডিও👇[embed]