মায়ের দুধ খেয়ে থাকলে বাংলার মানুষের বুকে বুলেট চালিয়ে দেখাও। খাতড়ায় দিলীপ কে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সিএএ ও এনআরসির প্রতিবাদে আন্দোলনে নেমে সরকারী সম্পত্তি নষ্ট করলে গুলি খেতে হবে। দিন কয়েক আগেই বাঁকুড়ায় এসে তামলীবাঁধের সভা মঞ্চ থেকে এমনই হুমকী দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার জেলার খাতড়ায় তৃণমূল কংগ্রেসের সিএএ ও এনআরসি বিরোধী সভা মঞ্চ থেকে দিলীপ ঘোষকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি দিলীপ ঘোষকে হুমকী দিয়ে বলেন কতটা মায়ের দুধ খেয়েছ দিলীপ ঘোষ! ক্ষমতা থাকলে পশ্চিম বাংলার মানুষের বুকে বুলেট চালিয়ে দেখিয়ে দাও। এভাবেই জেলার জঙ্গলমহলের খাতড়ায় সিএএ ও এনআরসি বিরোধী সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন এউ ডাকাবুকো তৃণমূল নেতা। পাশাপাশি, তিনি বলেন বিজেপি সরকার দেশের সংবিধানের ১৪ নাম্বার আর্টিকেল অমান্য করে সিএএ নিয়ে এসেছে। যা সংবিধান বিরোধী। তাই তৃণমূল এর বিরোধিতা করছে।
প্রসঙ্গত, বাঁকুড়ায় গত কাল সুব্রত মুখোপাধ্যায় একই ইস্যুতে সভা করে গিয়েছেন। তার ২৪ ঘন্টার মাথায় জঙ্গল মহলের খাতড়ায় আজ সভা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই ইস্যুতে এবার শহর বাঁকুড়ার পাশাপাশি জঙ্গলমহলেও নিজেদের হারানো জমি ফিরে পেতে বিধানসভা কে সামনে রেখে সুব্রত, কল্যাণের মতো পোড়খাওয়া নেতাদের ময়দানে নামানোর কৌশল নিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা বলাই বাহুল্য।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]