বিষ্ণুপুরের চক বাজারে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকার বাজী বাজেয়াপ্ত করল পুলিশ। একই সাথে, এই ঘটনায় যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার তিন জন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরের চক বাজারে হানা দিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মূল্যের বেআইনিভাবে মজুত করা শব্দবাজী বাজেয়াপ্ত করল পুলিশ।
সেই সঙ্গে তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গোপন সূত্রে ঘবর পেয়ে, বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাসের নেতৃত্বে বিষ্ণুপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধ্যে পর্যন্ত চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ত্রিশ বস্তার মতো বেআইনি শব্দবাজী বাজেয়াপ্ত করে।
এই হানাদারি দলে ছিলেন বিষ্ণুপুর থানার আইসি আস্তিক মুখোপাধ্যায়ও।
বাজেয়াপ্ত শব্দবাজীর মধ্যে দামী চকলেট বোম, গাছ বোমা, বড়ে কালি পটকার চেন,হাজার সাউন্ড শব্দবাজী প্রচুর পরিমানে রয়েছে।
#দেখুন ভিডিও।[embed]