বড়ো হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে মাধ্যমিকে দশম স্থানাধিকারী রিমার।

Update: 2019-05-21 10:17 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্রী রিমা চৌধুরীও মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়াছে। সে ৬৮১ নাম্বার পেয়ে রাজ্যে দশম হয়েছে।

রিমার আদি বাড়ি ভড়া গ্রামে হলেও বর্তমানে রিমার পরিবার বসবাস করে বাঁকুড়া শহরের মৌসুমী পল্লি এলাকায়। তার বাবা মাধব চৌধুরী ও মা রেখা চৌধুরী দুজনেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে কর্মরত। তাই রিমা বড়ো হয়ে চিকিৎসক হতে চায়। তার প্রিয় বিষয় জীববিজ্ঞান। পড়াশোনার অবসরে গান শুনতে ভালোবাসে রিমা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mp-toper-8th-koushik-santra-reaction-on-media/may-19-ac/" rel="attachment wp-att-4879">

Similar News