আজ দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস,বাঁকুড়া জেলা জুড়ে স্বাধীনতার উৎসব উৎযাপনের ভিডিও কোলাজ দেখুন এই প্রতিবেদনে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :সারা দেশের সাথে জেলা জুড়েও মহা সমারোহে পালিত হচ্ছে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা জেলা৷ সকাল থেকে পাড়ায়,পাড়ায় প্রভাত ফেরী। স্কুলে,স্কুলে কচিকাঁচাদের স্বাধীনতা দিবস উৎযাপনের পাশাপাশি দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস৷ সকালে বাঁকুড়া শহরে আমাদের ক্যামেরায় বন্দি হয় বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়েরর ক্ষুদে পড়ুয়াদের প্রভাত ফেরীর চিত্রও।এদিন, বাঁকুড়া জেলাশাসকের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সিয়াদ এন৷ এছাড়া,বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়,সহ সভাধিপতি পরিতোষ কিসকু, অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো,বাঁকুড়া পুরসভার চেয়ারপ অলকা,সেন মজুমমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇