লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুই লরির সংঘর্ষ, একটি লরির গিয়ে ধাক্কা বাড়ীতে। ভাঙ্গল গাড়ী ও মোটর বাইক।#দেখুন 🎦 ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাক ভোরে বাড়িতে ঢুকে পড়ল লরি।হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বাড়ীর কিছু আংশ! ভাঙ্গল মোটর গাড়ী ও কয়েকটি মোটর গাড়ীও। পাশাপাশি জাতীয় সড়কের ধারে একটি গ্যারেজের কয়েকটি মোটর গাড়ীও ক্ষতিগ্রস্ত হয়। শহরের লালবাজারের ভাটি গোড়া মোড়ে ভোর সাড়ে তিনটে নাগাদ এই দূর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরি সজোরে মুখোমুখি সংঘর্ষ ঘটলে একটি লরি বাড়ীতে গিয়ে ধাক্কা মারে।
#দেখুন 🎦 ভিডিও।[embed]