মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও জায়গা করে নিল দেবজিৎ,বড়ো হয়ে সে ডাক্তার হতে চায়।

পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছিল সে। ফের উচ্চ মাধ্যমিকে অর্জন করেছে অষ্টম স্থান। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই কৃতিত্বের দাবি রাখে দেবজিৎ।;

Update: 2025-05-08 02:54 GMT

বাঁকুড়া২৪xপ্রতিবেদন : মাধ্যমিকের মেধা তালিকায় ছিল দশম স্থান। আরও দুই ধাপ উন্নতি করে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ রায়।তার প্রাপ্ত নাম্বার ৪৯০।যা শতাংশের নিরিখে ৯৮%। পুয়াবাগান বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছিল সে। ফের উচ্চ মাধ্যমিকে অর্জন করেছে অষ্টম স্থান। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই কৃতিত্বের দাবি রাখে দেবজিৎ। তার ইচ্ছে ডাক্তার হয়ে মানুষের সেবা করা।দেবজিৎের বাবা চিন্তাহরণ রায় সিআরপিএফে তেলেঙ্গানায় কর্মরত৷ মা গৃহবধু। আর আছে দেবজিতের ছোট ভাই।সে ক্লাস এইটে পড়ে।দেবজিৎ এর বাবাকে যেহেতু কর্মসুত্রে বাইরে থাকতে হয়,তাই মা সামাল দেন সব কিছু।

তবে, দেবজিৎকে পড়ার জন্য কিছু বলতে হত না।প্রায় সারা দিনই পড়ত সে।উলটে তাকে টানা না পড়ে খানিক বিশ্রমের জন্য জোরাজুরি করতে হতো। উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য বাড়িতে ছুটিতে এসেছিলেন দেবজিৎ এর বাবা।তিনি ছেলের এই সাফল্যে খুশি। তিনিও চান ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক। তিনি বলেন, নিটের পড়ার চাপের জন্য উচ্চ মাধ্যমিকের পড়ায় সে রকম জোর দেয়নি দেবজিৎ। তাই আমরা আশাও করিনি, যে মেধা তালিকায় সে স্থান পাবে। তারপরও এই সাফল্য মেলায় পুরো পরিবারের সকলে খুশী।বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার গ্রামে আসল বাড়ি হলেও পড়াশোনার জন্য বাঁকুড়া শহরের নুতনচটি এলাকায় ভাড়া বাড়িতেই থাকে দেবজিৎ এর পরিবার। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল সে।

এই স্কুল থেকে দেবজিৎ এর পাশাপাশি অয়ন কুন্ডু ষষ্ঠ স্থান অর্জন করেছে এবার। বাঁকুড়া শহরের এই স্কুলের দুই ছাত্র এবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News