স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা — বাঁকুড়ায় PHA-র প্রথম জেলা বৈঠক সারলেন মন্ত্রী শশী পাঁজা।
মন্ত্রী শশী পাঁজা বলেন, “সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হলে শুধু সরকার নয়, সমাজের সব স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। PHA-এর মতো সংগঠন সেই সেতুবন্ধনের কাজ করবে।”;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : স্বাস্থ্য পরিষেবার সুফল রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবছর জানুয়ারী মাসে আত্মপ্রকাশ করে নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)।এদিন বাঁকুড়া শহরে আয়োজিত হল এই সংগঠনের প্রথম জেলা স্তরের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এই মিটিংয়ে বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিকাঠামো, চ্যালেঞ্জ, এবং সরকারি ও বেসরকারি উদ্যোগগুলিকে কীভাবে সমন্বিত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।মন্ত্রী শশী পাঁজা বলেন, “সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হলে শুধু সরকার নয়, সমাজের সব স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। PHA-এর মতো সংগঠন সেই সেতুবন্ধনের কাজ করবে।” ফলে উপকৃত হবেন সাধারণ জনগণ। তারা স্বাস্থ্য পরিষেবার সুফল পাবেন।
তিনি আরও জানান, সংগঠনটির অন্যতম লক্ষ্য হল— সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে দৃঢ় সমন্বয় গড়ে তোলা। সামগ্রিকভাবে, বাঁকুড়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে এই প্রথম PHA মিটিং নতুন এক দিশা দেখাল বলেই মত অংশগ্রহণকারীদের।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇