মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ওন্দার দুই যমজ ভাই,৪৮৯ পেয়ে যুগ্ম নবম,দুজনই চায় ডাক্তার হতে।

সেবার ফারাক ছিল ২ নাম্বারের। অনীশ বারুই মাধ্যমিকে মোট ৬৮৯ পেয়ে চতুর্থ স্থান অর্জন করে,আর মাত্র ২ নাম্বার কম পেয়ে ষষ্ঠ হয় অনীক বারুই। এবার উচ্চ মাধ্যমিকে এই ফারাক ঘুচিয়ে দিয়ে যুগ্ম ভাবে নবম স্থান অর্জন করে নজীর গড়ল ওন্দার কালীসেনের এই বারুই ভাতৃদ্বয়।;

Update: 2025-05-08 05:57 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুজনের বয়সের ফারাক প্রায় ২৫ মিনিটের। মাধ্যমিকে দুজনেই স্থান করে নিয়েছিল মেধা তালিকায়। তবে দুজনের মধ্যে সেবার ফারাক ছিল ২ নাম্বারের। অনীশ বারুই মাধ্যমিকে মোট ৬৮৯ পেয়ে চতুর্থ স্থান অর্জন করে,আর মাত্র ২ নাম্বার কম পেয়ে ষষ্ঠ হয় অনীক বারুই। এবার উচ্চ মাধ্যমিকে এই ফারাক ঘুচিয়ে দিয়ে যুগ্ম ভাবে নবম স্থান অর্জন করে নজীর গড়ল ওন্দার কালীসেনের এই বারুই ভাতৃদ্বয়।তাদের দুজনেরই প্রাপ্ত নাম্বার ৪৮৯। বাঁকুড়ার ওন্দা ব্লকের কালীসেনে বাড়ি হলেও এরা দুজনই পড়াশোনা করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। ক্লাস ফাইভে তারা নরেন্দ্রপুরে ভর্তি হয়। তবে দুই ভাইয়ের এই একই নাম্বার প্রাপ্তিকে কাকতালীয় বলেই মনে করছে তারা। অনীশ ও অনীক দুজনেরই ইচ্ছে ডাক্তার হওয়ার।সেই ইচ্ছেতে সায় রয়েছে বারুই পরিবারেরও।

 দুই যমজ ভাইয়ের মা সুপর্ণা দেবী বলেন,এরা একসাথে একই বিষয় নিয়ে পড়ত,এই অভ্যাস ছোট থেকেই ছিল। তাই মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও দুই ভাই কাছাকাছি নাম্বার পাবে এবং দুই- এক নাম্বারের তফাৎ থাকবে এমনটাই ভেবে ছিলেন তিনি।একেবারে দুজন একই নাম্বার পেয়ে মেধা তালিকায় একই স্থান অর্জন করবে তেমন আশা ছিল না। তবে, তাদের এই সাফল্যে খুশী সারা বারুই পরিবার।বাঁকুড়া২৪x৭পরিবারের পক্ষ থেকে বারুই ভাতৃদ্বয়কে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News