আজ ২৫ শে বৈশাখ, জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ পঁচিশে বৈশাখ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী ।সারা বাঁকুড়া জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে আয়োজন করা হয় কবি প্রণামের।ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরাও।অন্যদিকে,জেলার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী, অধ্যাপক শ্যামল সাঁতরা। এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম্মূ প্রমুখ।
এছাড়াও জেলা সহকারী বিদ্যালয় সহ পরিদদর্শক সঞ্জীব দাস চক্রবর্তী,সারেঙ্গার অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্ম্মূ, WBTPTA এর সভাপতি স্বাতী ব্যানার্জি, সারেঙ্গার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস, জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো, বিশিষ্ট কবি, শিক্ষক রাধামাধব মুখার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ ও বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন অধ্যাপক, জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান শ্যমল সাঁতরা। এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গড়গড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি পরিবারের সন্তানদের শিক্ষার উপর বাবা মায়েদের জোর দেওয়ার আবেদনও জানান তিনি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇