মাঠে পাতা মাছ ধরার জালে আটকে পড়ল বিশাল কেউটে! হুলুস্থুল হাসানডাঙ্গা গ্রাম জুড়ে।

Update: 2021-10-30 15:01 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উঁচু মাঠ থেকে নিচু মাঠে জল গড়িয়ে যায়৷ আর সেই জলের সাথে ভেসে আসে প্রচুর মাছ।এই মাছক ধরতে গ্রামবাসীরা মাঠের মধ্যে পেতে ছিলেন জাল। আর এই জালে আটকে পড়া মাছ খাওয়ার লোভে সেখানে হানা দিয়ে জালের মধ্যে জড়িয়ে পড়ে মস্ত এক কেওটে।


  জালে জড়ানো অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে লাফালাফি শুরু করে দেয় কেওটে সাপটি। আর তখনই ঘটনা নজড়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরে।আজ সকালে এই ঘটনা ঘটে জেলার হাসানডাঙ্গা গ্রামের। গ্রামবাসীরা জাল বন্দি সাপটকে উদ্ধার করতে খবর দেয় বন দপ্তরে।জয়পুর থেকে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে জাল থেকে মুক্ত করেন এবং বস্তায় ভরে নিয়ে যান। এরপর তার প্রাথমিক শুশ্রূষা করে জয়পুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এই উদ্ধার হওয়া কেওটের দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। এই প্রমাণ মাপের কেওটে সাপটিকে উদ্ধার করতে যথেষ্ট কসরত করতে হয় বনকর্মীদের।এদিন সকালে এই কেওটের জাল বন্দি দশা দেখতে ভীড় জমান হাসানডাঙ্গা সহ আশেপাশের গ্রামের উৎসুক জনতা। আর সবার মুখে,মুখে ফিরতে থাকে মহাগুরু মিঠুনের এক ছোবলেই ছবি"- ডায়লগও।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News