মল্লভূমের রাজনীতির আঙ্গিনায় ফের সক্রিয় শ্যাম? জল্পনা উসকে দিলেন খোদ বিজেপি সাংসদ।
জেলার রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন শ্যাম- কুল রক্ষায় ফের রাজনীতির ময়দানে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছেন! আর,এটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি?;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এবার কি ফের সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন মল্লভূমের চাণক্য শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়? এমন জল্পনা উসকে দিলেন খোদ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।এদিন বিষ্ণুপুরে বিজেপির তিরঙ্গা যাত্রার শোভাযাত্রায় হাঁটার সময় সৌমিত্র বাবুর সামনে পড়ে যান শ্যাম মুখোপাধ্যায়। সাথে,সাথে পা ছুয়ে শ্যাম বাবুকে প্রণামও করেন সৌমিত্র। পাশাপাশি, কুশল বিনিময়ও হয় দুজনের মধ্যে। তারই ফাঁকে শ্যাম বাবু বলে বসেন, তোর পাত্তা নাই যে,যারা যারা টাকা- পয়সা পাবে দিয়ে দিবি।যদিও সৌমিত্র বাবু এই টাকা চাওয়া নিয়ে বলেন উনি কিসের টাকা চাইলেন, কি বললেন তা তাঁর বোধগম্য হয় নি।সৌমিত্র বাবু আক্ষেপের সুরে বলেন শ্যাম বাবুকে তৃণমূল ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিন,শ্যাম বাবুর সাথে পরে দেখা করার কথাও বলেন সৌমিত্র।
আর এই দেখা করার শব্দ বদ্ধের মধ্যেই অনেক কথা লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে,আর এতেই জল্পনা চরমে উঠেছে। শ্যাম বাবু সৌমিত্র যে তার সাথে দেখা করার কথা বলেছেন, তা স্বীকার করলেও কিছু খোলসা করেন নি।তিনি সাংবাদিকদের বলেন: কেন দেখা করবে,কিসের জন্য দেখা করবে তা ভগবানই জানে, আর ওই জানে,আমি কিছু জানিনা। সৌমিত্রের পা ছুঁয়ে প্রণাম প্রসঙ্গে শ্যাম বাবুর সাফ জবাব ও (সৌমিত্র) বরাবরই প্রণাম করে। এদিকে,শ্যাম বাবু যে তাদের সাথেই আছেন তার ইঙ্গিত দেন সৌমিত্র বাবু।যদিও শ্যাম বাবুকে ফের বিজেপির মঞ্চে সক্রিয় ভাবে দেখা যাবে কিনা তা স্পষ্ট করেন নি সৌমিত্র,এমনকি তা খোলসা করেননি শ্যাম বাবুও, তবে জেলার রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন শ্যাম- কুল রক্ষায় ফের রাজনীতির ময়দানে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছেন!
আর,এটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি? প্রসঙ্গত জাতীয় কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু হলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই বর্শীয়ান নেতা তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন। রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। পাশাপাশি তিন দশকের বেশী সময় ধরে বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান ছিলেন শ্যামবাবু। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন।তারপর ২০২১ সালের আগস্টে বিষ্ণুপুর পুরসভার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও আর্থিক প্রতারণা এবং তহবিল তছরূপের অভিযোগে গ্রেপ্তার হন।এখন দেখার,শ্যাম বাবু বিধানসভা ভোটের আগে ফের রাজনীতির ময়দানে সক্রিয় ভাবে নামেন কিনা? তা নিয়ে জোর হিসেবে নিকেশ শুরু হয়ে গেছে!
আবার, বিজেপি এই বর্ষীয়ান নেতার রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মল্লভূমে তৃণমূলকে বেগ দেওয়ার কৌশল নেয় কিনা? তা নিয়েও জোর চর্চা চলছে। পাশাপাশি, পরিস্থিতি সেরকম হলে বিষ্ণুপুরে বিজেপির প্রার্থীও হতে পারেন মল্লভূমের রাজনীতির চাণক্য শ্যাম বাবু এমন জল্পনাও এখন তুঙ্গে!
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇