মল্লভূম বিষ্ণুপুর মাতল যোগ মহোৎসবে,অংশ নিলেন দুই হাজারেরও বেশী যোগপ্রেমী।
আয়োজক সংস্থা অনন্ত স্মৃতি ব্যায়ামাগার এই ইভেন্ট আয়োজনের জন্য সারা দেশের নির্বাচিত ১০০ টি সংস্থার তালিকায় যুক্ত হতে পেরে খুশী।;
বাঁকুড়া২৪প্রতিবেদন : বিষ্ণপুরের পোড়া মাটির হাট শনিবার সকালে উৎসবের চেহারা নিল!আর এই যোগ মহোৎসব কে কেন্দ্র করে সাত সকালেই উপচে পড়ল মানুষের ভীড়।পোড়া মাটির হাটের সারা প্রাঙ্গণ জুড়ে চলল যোগ চর্চা। প্রায় দুই হাজারেরও বেশী যোগ প্রেমী এই মহোৎসবে এদিন অংশ নেন। তারা যোগ চর্চার পাশাপাশি, ধ্যানও করেন। তার সাথে ছিল শরীর সুস্থ ও সতেজ রাখার পাঠ৷ বিভিন্ন বয়সের যোগপ্রেমীরা এদিন যোগ চর্চায় সামিল হয়৷ পোড়া মাটির হাটের মাঠ একে বারে অন্য চেহারা নেয় এদিন। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ মোরারজী দেশাই রাষ্ট্রীয় যোগ সংস্থার সহযোগিতায় বিষ্ণুপুরের অনন্ত স্মৃতি ব্যায়ামাগার এর পরিচালনায় এই যোগ মহোৎসবের আয়োজন করা হয়। এই মহোৎসবের আনুষ্ঠানিক সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ,বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী সহ অন্যন্য বিশিষ্ট জনেরা।
আয়োজক সংস্থা অনন্ত স্মৃতি ব্যায়ামাগার এই ইভেন্ট আয়োজনের জন্য সারা দেশের নির্বাচিত ১০০ টি সংস্থার তালিকায় যুক্ত হতে পেরে খুশী
👁️🗨️দেখুন🎦👇ভিডিও।