পথ দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার দাবীতে হস্ত শৃঙ্খল গড়ে অভিনব প্রতিবাদ প্রমীলা বাহিনীর।

Update: 2021-12-05 17:11 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরে ট্রাফিক ব্যবস্থার হাল ফেরানোর দাবীতে পথে শৃঙ্খল গড়ে অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন বাঁকুড়া শহরের সেকেন্ড ফিডারোড এলাকার মহিলাদের সংগঠন প্রতিধ্বনি সহচরী দলের সদস্যারা। গত ১ লা ডিসেম্বর লরির ধাক্কায় বিদ্যুৎ কুম্ভকার নামে এক বছর চল্লিশের ব্যক্তির মৃত্য হয়। কিন্তু ঘটনার চার দিন পার হলেও ঘাতক লরিটি আধরায় থেকে গিয়েছে পুলিশের কাছে। এই ঘটনার প্রতিবাদে এবং শহরের সেকেন্ড ফিডারোডে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা এবং বেপরোয়া লরি চলাচল বন্ধ করার দাবী তুলে লালবাজার মোড় থেকে সেকে স্টেশন মোড় পর্যন্ত পথে হস্থ শৃঙ্খল গড়ে অভিনব আন্দোলনে সামিল হন এলাকার শতাধিক মহিলা।

এদিন শহরে মহিলাদের অরাজনৈতিক সংগঠন প্রতিধ্বনি সহচরী দলের এই অভিনব আন্দোলন সবার নজর কেড়েছে। এখন দেখার, তাদের এই দাবী মেনে নিতে জেলা প্রশাসন কত খানি সচেষ্ট হয়।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News