'মুড়িই যোগায় সঞ্জীবনী শক্তি'- কেঞ্জাকুড়ার মুড়ি মেলায় এই বিশ্বাসেই নদীর চরে মুড়ি মেখে খাওয়ার ধূম!
প্রায় শতাব্দী প্রাচীন এই মন্দিরের পুজারী বলেন,দেবী সঞ্জীবনী মাত্রা খুবই জাগ্রত।দেবীর কাছে ভক্তরা যা মন থেকে চাইবেন,দেবীর কৃপায় সেই চাওয়া আপনার অচিরেই পূর্ণ করবেন দেবী।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সকাল থেকে দুপুর এমনকি শীতের পড়ন্ত বিকেল পর্যন্ত গড়াল মুড়ি পরব। কেঞ্জাকুড়ার দ্বারকশ্বর নদের চরে হাজার,হাজার মানুষের মুড়ি মেখে খাওয়ার পরম্পরা কার্যত মহা উৎসবের আকার নিল। উপচে পড়ল মানুষের ঢল। একদিকে শীতের আবহে পিকনিকের অনুভূতি অন্যদিকে সঞ্জীবনী মাতার মন্দিরে পুজো দিয়ে দেবীর কৃপা লাভ আর নিজেকে মানুষের মিলন মেলায় সঁপে দেওয়ার মধ্য দিয়ে এক অভিনব অনুভূতির সাক্ষী হলেন অনেকেই। শুধু বাঁকুড়াই নয়,আশেপাশের পড়শি জেলা বা ভিন রাজ্যের অন্য যে কোন জেলা থেকেও প্রচুর মানুষ এই উৎসবে সামিল হন
প্রায়, শতাব্দী প্রাচীন এই মন্দিরের পুজারী বলেন,দেবী সঞ্জীবনী মাত্রা খুবই জাগ্রত।দেবীর কাছে ভক্তরা যা মন থেকে চাইবেন,দেবীর কৃপায় সেই চাওয়া আপনার অচিরেই পূর্ণ করবেন দেবী।
মুড়ি মেলায় সঞ্জীবনী দেবীর আশ্রমে এদিন অন্ন ভোগ খিচুড়িও বিতরণ করা হয়। এই প্রসাদ গ্রহনেএ জন্য সকাল থেকেই প্রচুর পূন্যার্থীর ভীড় ছিল উপচে পড়ে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও👇