ছবি এঁকে ছোটদের পুরষ্কার জেতার দারুণ সুযোগ দিচ্ছে শ্রীলেদার্স বাঁকুড়া,কি ভাবে? বিষদে জানিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।

Update: 2021-02-01 16:54 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী ১৪ ফেব্রুয়ারি বাঁকুড়ার শ্রীলেদার্স শোরুম তাদের পথ চলার এক বছর পূর্ণ করতে চলেছে। প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে তারা ছবি এঁকে ছোটদেরপুরষ্কার জেতার জন্য এক অভিনব অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শোরুম থেকে ছবি আঁকার পেপার সংগ্রহ করতে হবে। তার পর বিভাগ অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া ছবি এঁকে তা জমা দিতে হবে আগামী ৮ ই ফেব্রুয়ারির মধ্যে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ১০০ জনকে পুরষ্কৃত করা হবে। তাই এমন সুযোগ হাতছাড়া না করে বাঁকুড়া শহরের নুতনচটি,বকুলতলায় শোরুম থেকে আঁকার পেপার সংগ্রহ করে ছবি এঁকে তা জমা দিয়ে দেওয়ার জন্য নেমে পড়লেই হল। এবার জানিয়ে দিচ্ছি বিভাগ বিন্যাস : ক বিভাগ - অনুর্ধ ৮, বিভাগ খ - অনুর্ধ ১২ এবং বিভাগ গ - অনুর্ধ ১৬ বছর পর্যন্ত।


আর আঁকার বিষয়বস্তু থাকবে জুতো,ব্যাগ, বেল্ট। প্রতিযোগীরা আঁকার পেপার সংগ্রহ করে বাড়ীতে ছবি এঁকে তা জমা দিলেই হল। বিচারকরা শ্রেষ্ঠ ১০০ জনকে নির্বাচিত করবেন। তাদের ১৪ ফেব্রুয়ারি পুরষ্কৃত করবে শ্রীলেদার্স।

Tags:    

Similar News