কোতুলপুরে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, ১লরি চালকের মৃত্যু, আহত আরও ২ জন, প্রতিবাদে বিক্ষোভ। #দেখুন 🎦 ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের। আহত আরও দুইজন। আহত ও নিহতরা লরির চালক এবং খালাসি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম সিরাজুল ইসলাম ওরফে টিঙ্কু মোল্লা(২৯)।সে উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]