#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( বলরাম চক্রবর্তী, জয়রামবাটি) : আজ মায়ের ১৬৬ তম জন্মতিথি উদযাপন হয়ে গেল মায়ের বাড়ী জয়রামবাটিতে।মা সারদা দেবীর জন্ম তিথি উপলক্ষ্যে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সারা জয়রামবাটি পরিক্রমা করে।
দিনভর পূজো পাঠ, মায়ের কথামৃত পাঠের পাশাপাশি, বেদ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে জয়রামবাটি মঠ ও মিশন। মায়ের বাড়ীতে দেশ,বিদেশ থেকে আগত ভক্তদের সমাগম ঘটে এদিন।
দুপুরে ছিল প্রসাদ গ্রহণের উপচে পড়া ভীড়ও।
#দেখুন ভিডিও।[embed]