জেলার ৯টি অফিসে চালু জমিজমা রেজিষ্ট্রেশন, অনলাইনে ডেট মিললে তবেই হবে রেজিষ্ট্রেশন।কিভাবে নেবেন ডেট জেনে নিন।

Update: 2020-05-14 09:23 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় জমিজমা,ঘরবাড়ীর রেজিষ্ট্রেশনের কাজ চলছে পুরোদমে। জেলার বাঁকুড়া ডিএস আর সহ অন্যান আটটি এডিএসআর অফিসেও কাজ শুরু হয়েছে। তবে সরাসরি অফিসে গিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে না। লকডাউনে একদিনে ২০ টির বেশী রেজিষ্ট্রেশন করবে না অফিস গুলি। তাই আগে থেকে https://wbregistration.gov.in এই সাইটে গিয়ে অনলাইনে ডেট নিতে হবে। সেই মতো আপনি রেজিষ্ট্রেশন করানোর সুযোগ পাবেন। দপ্তর সূত্রে জানা গেছে,১১ মে সারা রাজ্যের সাথে বাঁকুড়া,কোতুলপুরে রেজিষ্ট্রেশন চালু হয় এর পর ১৩ মে থেকে জেলার বাঁকুড়া ডিএসআর ছাড়াও এডিএসআর বিষ্ণুপুর,গঙ্গাজলঘাটি,খাতড়া,কোতুলপুর, ওন্দা, শালতোড়া, সোনামুখী, মিলিয়ে আটটি অফিসে রেজিষ্ট্রেশন শুরু হয়।

আজ বাঁকুড়া এডিএসআর অফিসে কাজ শুরু হওয়ায় জেলার ৯ টি অফিসেই রেজিষ্ট্রেশন করা যাবে। এর ফলে লকডাউনে রুজি রোজগার হারানো দলিল লেখক থেকে স্ট্যাম্প ভেন্ডাররা এবার রোজগারের দরজা খুলে যাওয়ায় খুশি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News