বাঁকুড়ার পায়রাচালীর ৬০ -এ নাম্বার জাতীয় সড়কে গাড়ীর ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।

Update: 2019-07-29 06:24 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ীর ভেতর থেকে মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইন্দপুরের পায়রাচালী এলাকায়। আজ সকালে পায়রাচালীর ৬০ -এ নাম্বার জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা গাড়ীর কাঁচ ভেঙ্গে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম অরিন্দম রক্ষিত।তিনি পুরুলিয়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে গত কাল রাতে পাম্পের কর্মীদের এই অরিন্দম বাবু অসুস্থতার কথা বলেন। পাম্প কর্মীরা তাকে সামনের ওষুধের দোকানে দেখাতে বলেন। আজ সকালে কাঁচ লাগানো অবস্থায় গাড়ীটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। তখন কর্মরত সিভিক ভলেন্টিয়াররা গাড়ীর কাঁচ ভেঙ্গে দেখে গাড়ীর মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন অরিন্দম বাবু। মুখ দিয়ে গাঁজলা বেরোনোর চিহ্ন রয়েছে। তবে তিনি একাই গাড়ীতে ছিলেন এবং নিজেই গাড়ী চালাচ্ছিলেন। আর নোকো যাত্রী ছিলনা।

গাড়ীতে পাওয়া মোবাইলের কল লিস্ট থেকে অরিন্দম বাবুর দাদার নাম্বার মেলায়, তার দাদার সাথে যোগাযোগ করে দুর্ঘটনার কথা জানানো হয়।জানা যায় মৃতের পরিচয়ও।এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের অনুমান কোনো শারীরিক অসুস্থতা বা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে থাকতে পারে অরিন্দম বাবুর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Similar News