#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহালয়ার পূন্য তিথিতে, দেবীপক্ষের সূচনায় এলাকার দুস্থ,গরীব,প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হল নুতন বস্ত্র। জঙ্গলমহলের রাইপুর ব্লকের রাইপুর গান্ধী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ প্রায় ৭৫ জন দুস্থ মানুষকে বস্ত্র দান করা হয়। মহিলাদের শাড়ী এবং পুরুষদের হাতে ধুতি,গেঞ্জী,লুঙ্গী প্রভৃতি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাইপুর থানার আইসি বিশ্বজিৎ মন্ডল,তারাপদ দে,শেখ মহম্মদ ইউনুস, রানা চট্টোপাধ্যায়, অমিত জানা,এজারুল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাবের সম্পাদক বিজয় মালাকার বলেন, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে অল্প মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছি।কিন্তু আরও অনেক মানুষ আছেন,তাদের আমরা খুশী করতে পারিনি।আমরা আগামীদিনে আরও বেশী মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করব।
ক্লাব সভাপতি সুমন্ত রজক বলেন, জাতি, ধর্ম,ও রাজনীতির উর্ধ্বে উঠে আমরা, উৎসবের মরসুমে এলাকার দুস্থ মানুষের সাথে, আমাদের আনন্দ ভাগ করে নিতেই আজকের এই আয়োজন।
আগামী বছর, আমরা আরও বেশী মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালাবো ।