সিমলাপালের পার্শ্বলায় পঞ্চায়েত গড়তে বামে -রামে জোট, মানকানালী পঞ্চায়েতে বিজেপির প্রধান পেলেন তৃণমূলের ভোট!

Update: 2018-11-19 16:46 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার জেলায় বামে- রামের জোটে গঠন হল পঞ্চায়েত বোর্ড! সিমলাপাল ব্লকের পার্শ্বলা গ্রাম পঞ্চায়েতে সিপিএমের সাথে বিজেপির বোঝাপড়ায় মিলিজুলি এই বোর্ড গঠন গ্রামীণ রাজনীতিতে বামেদের গেরুয়াকরণের প্রশ্নে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল ছড়াল!

যদিও,সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের দাবী,আপাতদৃষ্টিতে এমনটা মনে হলেও ১২ আসনের এই পঞ্চায়েতে সিপিএম ৫ সদস্য জয়ী হয়েও প্রধান ৮টি ভোট পেয়েছেন। অর্থাৎ তৃণমূলের নির্বাচিত একজনও সিপিএমকে ভোট দিয়েছে। তবে উপ প্রধানের ক্ষেত্রে রসায়নটা একটু আলাদা।ফলে বিজেপি-সিপিএমে বোঝাপড়ার ইঙ্গীত আপাত দৃষ্টিতে ধরা পড়েছে। তাই এটা আমরা খতিয়ে দেখব।কারণ, সিপিএমের বিধানে এমনটা বাঞ্ছনীয় নয়।

আর, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র এই ঘটনাকে স্থানীয় স্তরে তৃণমূলকে ঠেকাতে কৌশলগত বোঝাপড়া, তা কখনই রাজনৈতিক জোট নয় বলে সাফাই দিয়েছেন। তবে তৃণমূলকে ঠেকাতে আমাদের যে কেও সমর্থন করলে আমাদের কোন ছুৎমার্গ নেই বলেও তার অভিমত।

অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,বিজেপি ও সিপিএম যে বাংলার উন্নয়ন স্তব্ধ করতে তলায়,তলায় আঁতাত করেছে তা আমরা বারে,বারে বলি। এই খটনায় তা দিনের আলোর মতে স্পষ্ট হয়ে গেল।

১২ আসনের এই পঞ্চায়েতে সিপিএম ও তৃণমূল ৫টি করে আসন পায়।বিজেপি জয়ী হয় ২ আসনে।

ভোটাভুটিতে সিপিএমের সূপর্ণা দূলেপ্রধান নির্বাচিত হন। আর বিজেপির লালমোহন মাহাত হন উপ প্রধান।

জঙ্গলমহলের এই পঞ্চায়েতে বামে-রামের জুটি শেষ পর্যন্ত তৃণমুল কে যথেষ্ট বেগ দিয়েছে বলে বিরোধীরা মনে করছেন।

এদিন, ভোটাভুটিকে কেন্দ্র করে এখানে উত্তেজনাও ছড়ায়।তৃনমূল সমর্থকরা কিছুক্ষণ পথ অবরোধ করে, বিজেপি,সিপিএমের বিরুদ্ধে তাদের এক মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগ তুলে, প্রতিবাদে সামিল হয়।

অন্যদিকে,বাঁকুড়ার ২ ব্লকের ১৫ আসনের মানকানালী পঞ্চায়েতে বিজেপি ৮ টি ও তৃণমূল ৭ টি আসনে জয়লাভ করলেও আজ বিজেপির প্রধান ৯টি ভোট পেয়ে নির্বাচিত হন।

এই ঘটনায়, তৃণমূলের কোন এক সদস্য বিজেপিকে কে যে ভোট দিয়েছে তার প্রমানিত হওয়ায়, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মুখ পোড়ে।

পাশাপাশি,জঙ্গল মহলের রুদড়া গ্রাম পঞ্চায়েতেও বিজেপি এদিন বোর্ড গঠন করে।

Similar News