মানবিক মন্ত্রী! পথ দূর্ঘটনা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেন শ্যামল সাঁতরা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মানবিক মন্ত্রী। পথের ধারে বাইক দূর্ঘটনায় পড়ে থাকা গুরুতর জখম দুই আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী শ্যামল সাঁতরা। আজ সকালে তিনি গাড়ী করে দলীয় কর্মসূচীতে যোগ দিতে ইন্দপুর ব্লকের বনকাটি গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলেন। তখনই তার নজরে পড়ে বাইক উল্টে দুই যুবক রাস্তার ধারে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। স্থানীয়দের সাথে মন্ত্রীও আহত দুই যুবকের প্রাথমিক চিকিৎসায় হাত লাগান। এর পর তাদের ইন্দপুর বাংলা ব্লক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]