জঙ্গল মহলের সারেঙ্গায় আইসিডিএস সেণ্টারের খিচুড়িতে পোকা!থালা সহ বিডিও অফিসে চড়াও হয়ে নালিশ মায়েদের।
আর কদিন পরই রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরে আসবেন। ১২ ফেব্রুয়ারী রয়েছে প্রশাসনিক বৈঠক। প্রতিবারই বিশেষ করে জঙ্গল মহলের আইসিডিএসের পরিকাঠামো ও পঠন,পাঠন এবং শিশুর পুষ্টি ওপর গুরুত্ব দেন তিনি। এবারও রিভিউ মিটিংএ আইসিডিএস প্রসঙ্গ এলে সারেঙ্গার জন প্রতিনিধিরা এই সেন্টারের খিচুড়িতে পোকা বের হওয়ার বিষয়টি যে মুখ্যমন্ত্রীর নজরে আনবেন তা বলাই বাহুল্য। এখন দেখার,সেক্ষেত্রে সারেঙ্গা ব্লক প্রশাসনের ওপর কোন শাস্তির খাঁড়া নেমে আসে? কারণ,শিশুদের খাবেরে পোকা বের হওয়ার ঘটনা কদিন ধরে ঘটলেও তা ঠেকানোতো দূরের কথা,উল্টে ঘটনা ধামাচাপা দিতে বেশী সক্রিয় হয়ে ওঠেন ব্লকের কর্মকর্তারা! এমন অভিযোগও শোনা যাচ্ছে গ্রামবাসীদের কাছে। এর পরও সমস্যা না মিটলে মায়েরা,বাঁকুড়ায় এসে জন অভিযোগ কেন্দ্রে সরাসরি জেলাশাসকের কাছে অভিযোগ জানাবেন বলে মন স্থির করে ফেলেছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]