চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু এক যুবকের এই অভিযোগ তুলে বিক্ষোভে উত্তাল লক্ষ্মীসাগর,রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ।

Update: 2021-04-12 07:56 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল এক যুবকের এমন অভিযোগ তুলে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল জেলার সিমলাপাল ব্লকের লক্ষীসাগর। ক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে এই মৃত্যুর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।


 জানাগেছে,বন সারেঙ্গার বাসিন্দা শরৎ মন্ডল (২২) বছরের এক যুবক আজ সকালে পুকুরে প্রাত্যকৃত্য সারতে গেলে অসুস্থ হয়ে পড়ে। এবং জ্ঞান হারায়। তড়িঘড়ি তাকে লক্ষীসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শরৎকে নিয়ে গেলে সেখানে তখন কোন চিকিৎসক ছিল না বলে অভিযোগ।বাধ্য হয়ে তারা অন্যত্র নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন। তার মধ্যেই প্রাণ হারায় শরৎ।


  এবং বিনা চিকিৎসা সে মারা যায়-এমন অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। বিক্ষোভকারীদের দাবী, অভিযুক্ত চিকিৎসককে শাস্তি দিতে হবে।


 এবং এখানকার চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর স্থানীয় ব্লক প্রশাসন ও বিএমওএইচের কাছে দাবী পুরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

👁️ দেখুন 🎦 ভিডিও। Full View



Tags:    

Similar News