উদ্ধার হওয়া বৃদ্ধা দ্রোপদী বালার পরিবারের খোঁজ মিলল।

Update: 2021-10-22 04:38 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : খোঁজ মিলল জয়নগরে উদ্ধার  তালডাংরার বাসিন্দা বৃদ্ধার পরিবারের। দ্রোপদী বালা প্রামাণিক নামে এই বৃদ্ধাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক বাসিন্দা। এই বৃদ্ধার লেখা নাম এবং ঠিকানা থেকে জানা যায়, তিনি বাঁকুড়ার তালডাংরা থানার ধূমাপাড়া গ্রামের বাসিন্দা। জয়নগর থেকে আমাদের এই ঘটনা জানালে, আমরা একটি প্রতিবেদন প্রকাশ করি। তারপরই এই বৃদ্ধার পরিবারের খোঁজ মেলে। আজ থেকে বছর পাঁচ আগে এই পরিবারটি তালডাংরার গ্রামের বাড়ী ছেড়ে কলকাতার নিমতায় বসবাস শুরু করেন। নিমতা থেকেই নিখোঁজ হন বৃদ্ধা। এবং জয়নগরে তাকে উদ্ধার করেন স্থানীয়রা৷ কিন্তু বৃদ্ধা দ্রোপদীবালার স্মৃতিতে তালডাংরার গ্রামের বাড়ীর ঠিকানায় স্মরণে থাকায় তিনি সেই ঠিকানায় কাগজে লিখেছিলেন।

এবং তিনি তার বর্তমান নিমতার ঠিকানা জানতেন না।  জয়নগর থেকে বিষয়টি আমাদের নজরে আনা হয়েছিল। সেই মতো আমরা খবর প্রকাশ করি। অবশেষে এই বৃদ্ধার পরিবারের খোঁজ মেলে এবং তিনি নিজের পরিবারকে ফিরে পেয়ে বেজায় খুশী। আমাদের অনুরোধে এই প্রতিবেদন সোস্যাল মিডিয়ায় শেয়ার করে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের বাঁকুড়া২৪X৭ এর পক্ষ থেকে ধন্যবাদ।



Tags:    

Similar News