মাছ ধরার জালে আটকে পড়া ময়াল সাপ উদ্ধার করল বনদপ্তর।

গ্রামের কয়েকজন জমির খালে মাছ ধরছিলেন।সেই সময় জালে আটকে যায় ময়ালটি। উদ্ধার হওয়া ময়ালটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। এবং ওজন সাত কেজির কাছাকাছি।

Update: 2025-10-07 18:19 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ( সঞ্জয় ঘটক,সারেঙ্গা): মাছ ধরার সময় জালে আটকে যায় একটি ময়াল সাপ৷ আর জালে জড়ানো অবস্থায় সাপটিকে আনা হয় গ্রামের ফুটবল মাঠে। ঘটনাটি জেলার জঙলমহলের সারেঙ্গা ব্লকের চিলতোড় এলাকার দামদি গ্রামের। জালে ময়াল সাপ আটকে পড়ার খবর স্থানীয়রা পৌঁছে দেন বন দপ্তরে। এরপর বন দপ্তর ঘটনাস্থলে এসে ময়ালটিকে উদ্ধার করে পিরলগাড়ীর মোড়ে বনদপ্তরের রেঞ্জ অফিসে নিয়ে আসেন। এবং প্রাথমিক চিকিৎসার পর তারের খাঁচায় পর্যবেক্ষণে রাখেন। তবে ময়ালটি পুরোপুরি সুস্থ আছে। এই রেঞ্জের বনকর্মী সমীর সুর বলেন, গ্রামের কয়েকজন জমির খালে মাছ ধরছিলেন।সেই সময় জালে আটকে যায় ময়ালটি। উদ্ধার হওয়া ময়ালটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। এবং ওজন সাত কেজির কাছাকাছি।

এই ময়ালটিকে সারেঙ্গার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সুত্রে জানানো হয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News