জলের ট্যাংক ভেঙ্গে যাওয়ার পর ফতেডাঙ্গা পরিদর্শনে গিয়ে ফরেনসিক তদন্তের দাবী তুললেন সাংসদ সুভাষ সরকার।

Update: 2020-01-23 11:36 GMT

জ#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : জনস্বাস্থ্য দপ্তরের জলের ওভার হেড ট্যাংক ভেঙ্গে যাওয়ার পর আজ ঘটনাস্থলে ফতেডাঙ্গা পরিদর্শনে গিয়ে এই ফরেনসিক তদন্তের দাবী তুললেন বাঁকুড়ার সাংসদ ডাঃসুভাষ সরকার। তিনি ঘটনাস্থল দেখার পর সাংবাদিকদের বলেন এত বড়ো ট্যাংক তাসের ঘরের মতো কেন ভেঙ্গে পড়ে গেল? এটা জানা দরকার। আর কত খানি নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল তা একমাত্র ফরেনসিক বিশেষজ্ঞরাই চিহ্ণিত করতে পারবেন। তাই কেবল আই ওয়াশের জন্য তদন্ত না করে রাজ্য সরকারের উচিত ফরেনসিক তদন্ত করানো বলেও মন্তব্য করেন তিনি। এমনকি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককেও তিনি ঘটনার কথা জানাচ্ছেন বলেও সাংবাদিকদের জানান। প্রসঙ্গত, সুভাষ বাবুর দাবী কেন্দ্রীয় সরকারের পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন তহবিলের টাকায় এই জলের ট্যাংক বানিয়ে ছিল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তাদের গাফিলতিতেই এই দূর্ঘটনা ঘটে। ঠিক কেন এমনটা ঘটল তা প্রকাশ্যে জানানোর দাবীতে এবার বিজেপি এলাকায় জনমত গড়ে তুলতে নামবে বলেও জানান এই বিজেপি সাংসদ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Similar News