#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন,
(অভিজিৎ ঘটক,রতনপুর) : সিমলাপাল হাটে যাওয়ার পথে রতনপুরের কাছে কোলের গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল ফল বোঝাই লরি।
এই দূর্ঘটনায় চালক,খালাসি সহ তিন জন আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
জানা গেছে, আচমকা লরিটির স্টিয়ারিং কেটে গিয়ে এই বিপত্তি ঘটে।
#দেখুন ভিডিও।
[embed]