প্রিয়াঙ্কা রেড্ডি হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল পি আর এম এস কলেজের এবিভিপি ইউনিট।

Update: 2019-12-03 16:05 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রিয়াঙ্কা রেড্ডি হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সামিল হল সারেঙ্গার পন্ডিত রঘুনাথ মূর্মু স্মৃতি মহাবিদ্যালয়ের এবিভিপি ইউনিট। কলেজ কতৃপক্ষ কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রতিবাদ মিছিলের অনুমতি না দেওয়ায় এবিভিপি কলেজের বাইরেই প্রতিবাদ মিছিলের অয়োজন করে। মিছিলের পাশাপাশি প্রিয়াঙ্কা রেড্ডির ছবিতে মালা দিয়ে নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধাও জানান কলেজ পড়ুয়ারা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/after-the-attack-the-visiting-super-specialty-block-and-inspected-the-security-the-bsmch-principal-said/img-20191201-wa0021/" rel="attachment wp-att-7296">

Similar News