সারেঙ্গার চিংড়ার রাবনবাঁধ গ্রামে উদ্ধার হওয়া হরিণটিকে নেকড়াপাহাড়ীর জঙ্গলে ছাড়ল বন দপ্তর।

Update: 2020-02-27 08:06 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক, সারেঙ্গা) : খাবারের সন্ধানে গ্রামের সরষে জমিতে ঢুকে গিয়ে,জালের বেড়ায় শিং আটকে যাওয়ায় আর জঙ্গলে ফিরে যেতে পারেনি একটি বন্য হরিন। আজ কাকভোরে এই জালে আটকে থাকা হরিনটি নজরে পড়ে গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দা অরুপ কুণ্ডু জানান, আজ ভোরে আলো ফোটার সাথে,সাথে তিনি সরষে জমিতে এই হরিণটিকে দেখতে পান। তারপর সেটিকে উদ্ধার করে গ্রামে বেঁধে রেখে খবর দেওয়া হয় বন দপ্তরে। বনদপ্তর হরিণটির প্রাথমিক শুশ্রূষা করার পর সেটিকে সারেঙ্গার নেকড়াপাহাড়ীর জঙ্গলে ছেড়ে দেয়।

চিংড়ার রাবনবাঁধ গ্রামে সাতসকালেই এই হরিণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। উৎসাহী মানুষজন হরিণটিকে দেখতে ভীড় জমান। সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা জানান,ডাখারাং জঙ্গল থেকে খাবার খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল হরিণটি।গ্রামবাসীরা সেটিকে উদ্ধার করে, বন দপ্তরে খবর দিলে, হরিণটিকে নেকড়াপাহাড়ীর জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Similar News