বাঁকুড়ার বারিকুল ও ঝাড়গ্রামের বিনপুরে মেলা সব পায়ের ছাপ একই বাঘের পায়ের বলে জানাল বন দপ্তর। এবং এই একটি বাঘই বারিকুল ও বিনপুরে দাপিয়ে বেড়াচ্ছে বলে বাঘের পায়ের ছাপে প্রমানিত বলে, দাবী বন দপ্তরের।

Update: 2020-01-07 18:53 GMT

বাঁকুড়ার বারিকুল ও ঝাড়গ্রামের বিনপুরে মেলা ছাপ একই বাঘের পায়ের বলে জানাল বন দপ্তর। এবং এই একটি বাঘই বারিকুল ও বিনপুরে দাপিয়ে বেড়াচ্ছে বলে বাঘের পায়ের ছাপে প্রমানিত বলে দাবী বন দপ্তরের।

Similar News