তালডাংরায় গুলি চালিয়ে টাকা আদায়ের সময় গ্রামবাসীদের হাতে পাইপ গান সহ ধরা পড়ল দুই যুবক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: পাইপগান থেকে গুলি চালিয়ে,ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের সময়  আগ্নেয়াস্ত্র  সহ দুই যুবককে হাতে নাতে ধরে ফেলল গ্রামবসীরা! এর পর পুলিশে খবর দিলে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ওই দুই যুবক কে গ্রেপ্তার করে আজ দুপুরে খাতড়া মহকুমা আদালতে তোলে।ঘটনাটি ঘটে জেলার তালডাংরা থানার খরখরি গ্রামে। ধৃত দুই যুবকের নাম বরুণ মাঝি ও দুলাল দে। দুজনই  পশ্চিম  মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার বাসিন্দা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]