তালডাংরায় গুলি চালিয়ে টাকা আদায়ের সময় গ্রামবাসীদের হাতে পাইপ গান সহ ধরা পড়ল দুই যুবক।

Update: 2019-12-03 11:49 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: পাইপগান থেকে গুলি চালিয়ে,ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের সময় আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে হাতে নাতে ধরে ফেলল গ্রামবসীরা! এর পর পুলিশে খবর দিলে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ওই দুই যুবক কে গ্রেপ্তার করে আজ দুপুরে খাতড়া মহকুমা আদালতে তোলে।ঘটনাটি ঘটে জেলার তালডাংরা থানার খরখরি গ্রামে। ধৃত দুই যুবকের নাম বরুণ মাঝি ও দুলাল দে। দুজনই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার বাসিন্দা।

গোয়ালতোড়ের কৃষ্ণনগর গ্রামে বাড়ী বরুণের আর চাঁদাবেলায় বাড়ী দুলালের বলে পুলিশ জানিয়েছে। গতকাল, সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের সীমানাবর্তী বাঁকুড়ার তালডাংরা থানার সাবড়াকোন এলাকার খরখরি গ্রামে একটি ওয়ান শর্টার পাইপ গান নিয়ে ওই দুই যুবক এক গ্রামবাদীর কাছে ১০ হাজার টাকা দাবী করে। কিন্তু ওই গ্রামবাসী কিছু টাকা দিলেও তাতে অসন্তুষ্ট হয়ে গুলি চালায় এক যুবক। এর পরই গ্রামবাসীরা গুলির শব্দ পেয়ে ছুটে এসে ওই দুজনকে ঘিরে ফেলে এবং পাইপ গান কেড়ে নিয়ে তাদের ধরে ফেলে। এরপর তালডাংরা থানায় খবর দিলে পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে ও পাইপগান বাজেয়াপ্ত করে। আজ তাদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News